নিজস্ব প্রতিবেদক:
২০২০ সালের করোনা মহামারী যখন চরমে, লকডাউনে গরীব অসহায় শ্রমজীবী মানুষ যখন বিপাকে -তাদের এই দুঃসময়ে পাশে দাড়াতে এগিয়ে এলো সততা ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন।
সেই থেকে অদ্যাবধি সততা ফাউন্ডেশন রামগঞ্জ দৃড়ভাবে কাজ করে যাচ্ছে গরীব অসহায় মেহনতি মানুষদের জন্য।দায়িত্ব নিয়েছে গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার।দায়িত্বের সাথে চালিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ।
এই ঈদেও থেমে নেই সততা ফাউন্ডেশন এর সামাজিক কার্যক্রম, বেশ কিছু অসহায় দুস্থ ও গরীব পরিবারের বাসায় পৌঁছে দিচ্ছে সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার।
সততা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইসমাইল হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা আসিফ ইমতিয়াজ পাটোয়ারী, সভাপতি মোঃ তারেক আজিজ লিয়ন, সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আদনান হোসেন জিসান, সমাজকল্যান সম্পাদক রাফিন ভুইয়া, দপ্তর সম্পাদক শাহ মোঃ আরিফ হোসেন শাহাদাত সহ রাকিব, রানা, সুজন এই ঈদ উপহার বিতরন কার্যক্রমে অংশ গ্রহন করেন।।