নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষকের জমি জোরপূর্বক দখল করে পুকুর কেটে মাছের ঘের তৈরি ও চাঁদা দাবির মামলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েলকে ১ বছর ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তার ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৭ দিনের কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩ নং আদালতের বিচারক নুসরাত জামান এ রায় দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী সৈয়দ আহম্মদ রেদোয়ানের আইনজীবী রেজাউল করিম রাজু পাটওয়ারী বলেন, আসামি জুয়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে আদালতের বিচারক তাকে ৩২৩ ও ৩৭৯ ধারায় সাজা প্রদান করেন।
সূত্র জানায়, আসামি জুয়েল অন্য একটি মামলায় (সিআর ২২৩/২২) প্রায় দেড় মাস কারাবন্দি রয়েছেন। রোববার তাকে উপস্থিত করা হয়নি। এতে তার অনুপস্থিতেই রায় ঘোষণা করেন আদালত।
দ-প্রাপ্ত জুয়েল রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের পূর্ব ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহাম্মদের ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য। কয়েক বছর ধরে জুয়েল রাজনৈতিক দাপটে ভোলাকোট ও আশপাশের গ্রামের লোকজনকে জিম্মি করে কয়েক একর জমি দখল করে মাছের ঘের, কলা ও লেবু বাগান সৃজন করে মাদকের অভয়াশ্রম তৈরি করে। এতে তিনি স্থানীয় লোকজনের কাছে ‘জুয়েল বাহিনী’ নামে পরিচিত।
খালাস প্রাপ্তরা হলেন ইউপি সদস্য মাঈন উদ্দিন কাজল, ফারুক হোসেন, মমিন উল্যা ও মোবারক। তারা রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বাসিন্দা ও দ-প্রাপ্ত জুয়েলের অনুসারী হিসেবে পরিচিত।
আদালত সূত্র জানায়, বাদী রেদোয়ান রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের আবদুল আজিজ ভূঁইয়ার ছেলে। চাকরির সুবাধে তিনি ঢাকায় বসবাস করেন। ভোলাকোট গ্রামে তার ৭৬ শতাংশ জমিতে তিনি লোকজন দিয়ে বিভিন্ন ফসল চাষাবাদ করতেন। ২০২২ সালের মে মাসে তিনি জানতে পারেন যুবলীগ নেতা জুয়েল তার জমি দখল করে মাটি কেটে ইটভাটায় বিক্রি ও পুকুর কেটে খামার করেছেন। ২৭ মে তিনি ওই জমিতে পৌঁছে বিষয়টি জানতে চাইলে জুয়েলসহ অভিযুক্তরা তাকে মারধরের পর ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ঐ বছরের ২ জুন তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রামগঞ্জ আদালতে জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আদালত নোয়াখালী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।
একই বছর ৩০ আগস্ট নোয়াখালী জেলা পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্তে জোরপূর্বক কৃষকদের জমি কেটে ইটভাটায় মাটি বিক্রি ও পুকুর কেটে খামার তৈরির ঘটনার সত্যতা পায়। ক্ষমতাসীন দলের নেতাকর্মী পরিচয় দিয়ে অভিযুক্তরা অসহায়দেরকে কোনঠাসা করে রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চাঁদা দাবির ঘটনার সত্যতা পায়নি পিবিআই। তবে জুয়েলের বিরুদ্ধে উপজেলার ভোলাকোট গ্রামের সৈয়দ আহম্মদ রেদোয়ানসহ ৩৫ কৃষকের প্রায় ১৬ একর ফসলি জমি জোরপূর্বক দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ রয়েছে।
বিভিন্ন সময়ে অভিযোগ নিয়ে তারা জুয়েলের বিরুদ্ধে দলবদ্ধভাবে প্রশাসনের দারস্থ হলে গত ১৩ অক্টোবর রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের নির্দেশনায় মাছের ঘের, লেবু ও কলাবাগান উচ্ছেদ করা হয়।
এতে গত ২০২২ ইংসনের ৯ নভেম্বর শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে তিনি জামিনে মুক্ত হন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত জুয়েলকে ১৮ মাসের কারাদ- ও অন্য ৪ জনকে খালাস দিয়ে রোববার (২৬ নভেম্বর) বিকেলে রায় ঘোষণা করেন।