নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও নয়নপুর একতা কল্যান পরিষদের উদ্যোগে তিন শতাধীক অসহায় দুস্থ্য হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সংগঠনের সদস্যগণ ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেন।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেনের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইস্রাফিল হোসেন, রফিকুল ইসলাম রাজু, ইব্রাহিম বেপারি, নাজিম উদ্দিন, কামাল বেপারি ও ফয়েজ আহম্মেদ প্রমূখ।
ইফতার সামগ্রী বিতরণ প্রোগ্রামের প্রধান সমন্বয়ক ও সংগঠনের মহাসচিব আবদুল্লাহ আল ফারুক বলেন, ইফতার সামগ্রী বিতরণ প্রোগ্রামের মাধ্যমে এলাকার গরিব দুঃখী ও অসহায পরিবারগুলোকে শনাক্ত করে ভবিষ্যতে তাদেরকে স্থায়ীভাবে আত্মনির্ভরশীল করার চেষ্টা করা হবে।
একতা কল্যান পরিষদের সভাপতি এমরান বেপারী, সহ-সভাপতি রাসেল মাহমুদ বাবু ও উপদেষ্টা তাজুল ইসলামসহ শুভাকাঙ্খীদের সময়, শ্রম ও অর্থ দিয়ে ইফতার বিতরণ অনুষ্ঠানকে সফল করতে এগিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের পক্ষ থেকে।