জহিরুল ইসলাম টিটু, রায়পুর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাতব্বর হাট নামক স্থানে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মেরে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায় ওই এলাকার ঈমান হক বেপারি বাড়ির মন্তাজ বেপারির কন্যা (১৩) স্থানীয় মমতাজেন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্রীকে দীর্ঘদিন আগে থেকে একই এলাকার চমিন উদ্দিন হাওলাদার বাড়ির সিরাজ মিয়ার বখাটে ছেলে হারুন (৪০) অশালীন ভাষায় কথা বলতো।
মেয়েটি বখাটে হারুনের অসদাচরণের কথা তার পরিবারকে জানালে বাবা মন্তাজ বেপারি স্থানীয় মাহফুজ মেম্বারসহ সকলকে বিষয়টি অবহিত করেন।
এ ঘটনায় হারুন আরও বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয় মুরুব্বিগণ তাকে ডেকে জুতাপেটা করলে সে ভবিষ্যতে এধরণের কিছু করবেনা মর্মে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনার জের ধরে গতকাল (১৭জুন) শনিবার সকাল ১১ টায় মন্তাজ মাতব্বর হাট থেকে বাড়ীর যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বখাটে হারুন মন্তাজ বেপারির উপর লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে কোমরে থাকা ব্যবসার ৮০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হারুন।
স্থানীয় লোকজন তার আত্মচিৎকারে ছুটে এসে আহত মন্তান বেপারিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিষয়টি নিয়ে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত হারুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রায়পুর থানায় মামলা করবেন বলে জানান আহত মন্তাজ বেপারি।