জহিরুল ইসলাম টিটু:
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি জুলাই মাসের ৮ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত।
আসন্ন কর্মীসভাকে ঘিরে নেতা-কর্মীদের রয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা। অনেক কর্মী হতে চায় নেতা, আবার কেউ কেউ পছন্দ করে নিতে চায় নিজেদের মন মতো নেতা।
রায়পুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন ও সহ-সভাপতি জাকির হোসেন নোমান পাটোয়ারী স্বাক্ষরিত দলীয় প্যাডে পৌরসভার ১নং ওয়ার্ড হইতে ৯নং ওয়ার্ড পর্যন্ত কর্মীসভার ঘোষণা দেন চলতি জুলাই মাসের ৮ তারিখ হইতে ১৯ তারিখ পর্যন্ত এ দলীয় কার্যক্রম চলমান থাকবে।
তারই ধারাবাহিকতায় চলছে ব্যাপক প্রস্তুতি। প্রার্থীরাও ছুটছেন কর্মীদের বাড়ি বাড়ি। সমর্থন বাড়াতে নিজের দিকে টানছেন কর্মীদের। এরই মাঝে প্রার্থীতাও ঘোষণা করেছেন অনেকে।
তেমনিভাবে রায়পুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করছে রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মীর মাসুদ।
মীর মাসুদ জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রমকে এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে নিরলস ভূমিকা পালনসহ সে ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। সে ২০১৭ ইং সালে পৌর ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিল, ২০১৯ ইং সালে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতির দায়িত্বে ছিল।
মীর মাসুদ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘রায়পুর ব্লাড গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক।
পরিশেষে আসন্ন রায়পুর পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কর্মীসভায় ১নং ওয়ার্ড হতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে সকলের আন্তরিক দোয়া ও সমর্থন চেয়েছে মীর মাসুদ।