চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২২ নভেম্বর বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে রাশিয়ার রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যান ভাচেস্লাভ ভিক্টরোভিচ ভোলোদিনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও রাশিয়া পরস্পরের বৃহত্তম প্রতিবেশী দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দু’দেশের মধ্যে রয়েছে ব্যাপক অভিন্ন স্বার্থ। চলতি বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুবার প্রত্যক্ষ বৈঠকের কথা উল্লেখ করে জনাব সি বলেন, চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সমন্বয় ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা নিয়ে নতুন মতৈক্য হয়েছে। আগামী বছর চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী।
চীন রাশিয়ার সঙ্গে অব্যাহতভাবে দীর্ঘকালীন সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব, সার্বিক কৌশলগত সমন্বয় এবং পারস্পরিক উপকারিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করা, দু’দেশের উন্নয়নের নতুন চালিকাশক্তি যুক্ত করা এবং বিশ্বের সমৃদ্ধি ও স্থিতিশীলতায় আরও নিশ্চয়তা যোগ করবে।
সি চিন পিং চীনের জাতীয় গণকংগ্রেস ও রাশিয়ার দুমার মধ্যে আইন প্রণয়নের অভিজ্ঞতা বিনিময় জোরদার করবে এবং দুটি সংস্থার বিশেষ কমিটি ও সদস্যদের বন্ধুত্বপূর্ণ দলের ভূমিকা পালন করবে, যাতে বেল্ট অ্যান্ড রোড যৌথ নির্মাণ এবং ইউরোপ ও এশিয়ার অর্থনৈতিক মিত্রদের যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি শাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিকস ও জি টুয়েন্টিসহ নানা বহুপক্ষীয় ব্যবস্থায় সমন্বয় গভীর করা যায়।
ভোলোদিন বলেছেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে। রাশিয়া চীনের সঙ্গে দু’দেশের আইন প্রণয়নকারী সংস্থা ও দলীয় বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চায়। যাতে নতুন যুগে রাশিয়া-চীন সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারি সম্পর্ক উন্নয়নে শক্তিশালী আইনানুগ নিশ্চয়তা প্রদান করা সম্ভব হয়।
সূত্র:রুবি-তৌহিদ-লাবণ্য: চায়না মিডিয়া গ্রুপ।