এস এম বাবুল বাবর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কিল্লার বাড়িতে রোববার (১২ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরমান হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরমান কিল্লার বাড়ির আবদুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
চর কাদিরা ইউপি সদস্য ফজলে এলাহি শামিম জানান, আরমান তার নিজ বাড়ির একটি ঘরে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এ সময় বাড়িতে থাকা বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।