নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে দৈনিক আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবাদপত্রটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে করিম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরে বিভিন্ন কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে করিম টাওয়ারের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবির, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. ইউসুফ, আজকের পত্রিকার রায়পুর প্রতিনিধি মাহবুবুল আলম মিন্টু, রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন, শিক্ষক মাকসুদুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন কবির, জসিম উদ্দিন, শরীফ হোসেনসহ ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষাথীরা।