এস এম বাবুল বাবর: বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে লক্ষ্মীপুরে জীবনযাত্রা স্থবিরতা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথ দখল করে রেখেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে কড়া নজরদারি। বেলা সাড়ে ১১ টার দিকে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে লক্ষ্মীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ। সকাল থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে-মোড়ে অবস্থান নেয়। কোনোভাবেই যেনো জামায়াত-বিএনপি রাজপথে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এজন্য তারা সর্তক অবস্থানে রয়েছে।
অপরদিকে অবরোধের ২য় দিনে চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সোহেল রানা ও অহিদ আলম, সদর থানা প্রজন্ম ৭১’র আবুল কালামসহ ৩জন এবং রামগঞ্জ থানায় ২ জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৭ নেতা কর্মীকে আটক করা হয়েছে বলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাডভোকেট হাসিবুর রহমান নিশ্চিত করেছেন।
অবরোধে সরকারী-বেসরকারী অফিস, ব্যাংক- বীমা খোলা থাকলে লোকজনের উপস্থিতি ছিলো কম। সড়কে সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা, পিকআপসহ যানবাহনের সংখ্যা ছিলো অনেক কম। দূরপাল্লার বাস ছেড়ে যায়নি ।
অবরোধে সমর্থনে বুধবার সকলে সদর উপজেলার দালাল বাজারে বি এন পি ও সহযোগী সংগঠনের নেতারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিলে করে।
স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা পশ্চিম আহবায়ক জামাল হোসাইন, কৃষক দলের সভাপতি রাকিব হোসেন সুজন, কৃষকদলের সাধারণ সম্পাদক হাসান আহমেদ চৌধুরী, কৃষকদল নেতা মাহবুবুর রহমান মুন্না, কৃষকদল নেতা হাসানুজ্জামান, আবু বকর, আরমান, জেলা যুবদলের সদস্য সৈয়দ সরোয়ার, সদর পশ্চিম যুবদল নেতা, আবদুর রহমান, সদর পশ্চিম ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ ছাত্রদল নেতা আরমান পাটঃ, হৃদয়, রাকিব, ফাহাদ, রাসেল মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।