নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে একটি মসজিদের ওয়াকফ্কৃত জমি ও বাজারের পানি নিষ্কাশনের ড্রেন দখল করে জোরপূর্বক দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের পক্ষে কাফিলাতলী বাজার মসজিদের সহ-সভাপতি মো. ফারুক হোসেন লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলা হলেও নির্মান কাজ অব্যাহত রেখেছেন জাফর আহমদের স্ত্রী শিল্পি আক্তার।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর অভিযুক্ত শিল্পি আক্তার তার ভাড়াটে লোকজন দিয়ে কাফিলাতলী বাজারের মসজিদের সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ শুরু করেন। ঘটনাটি জানতে পেরে মসজিদ কমিটির লোকজন বাঁধা দিলে মসজিদ কমিটির লোকদের হয়রানি করা হয়।
অভিযোগকারী মো. ফারুক হোসেন বলেন, কাফিলাতলী বাজার জামে মসজিদের নামে ওয়ার্কফ্কৃত জমি দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করেন জাফর আহম্মদের স্ত্রী শিল্পি আক্তারের লোকজন। আমিসহ এলাকাবাসী মসজিদের জায়গায় ভবন নির্মাণে বাধা দিলে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখতে বলে। কিন্তু এরপরও জোরপূর্বক তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। মসজিদের জমি উদ্ধার ও নির্মাণ কাজ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ফারুক আরো জানান, জমিটি নিয়ে লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শিল্পি আক্তারের সাথে কথা বলতে তাকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করার জন্য বলি। কিন্ত আমি চলে আসার পর শিল্পি আক্তার আবার কাজ শুরু করে বলে শুনেছি।