হাবিবুর রহমান সবুজ:
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল লক্ষ্মীপুর সিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট এ ঝাঁকঝমক পূর্ণ অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর গর্ভনর লায়ন আহমেদুজ্জামান (এমজেএফ)।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল লক্ষ্মীপুর সিটির প্রেসিডেন্ট লায়ন আ হ ম মোস্তাকুর রহমান এর সভাপতিত্ত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন জাফর ইকবাল (রিজুয়েনাল চেয়ার পার্সন হেড কোয়ার্টার), লায়ন এডভোকেট হাজেরা পারভীন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, লায়ন তামান্না বিনতে বিজয়া, লায়ন রুকাইয়া ইসমত, লক্ষ্মীপুর সিটির সাধারণ সম্পাদক লায়ন এডভোকেট মাহির আসহাব, সহ সভাপতি লায়ন হাবিবুর রহমান সবুজ, লায়ন মোঃ জসীম উদ্দিন মাহমুদ, লায়ন গোলাম আজম তানভীর, লায়ন ইসমাইল হোসেন, লায়ন আসাদুজ্জামান, লায়ন আশরাফুল ইসলাম শরীফ, লায়ন ফিরোজ উদ্দীন হাওলাদার, লায়ন আজাদ হোসেন, লায়ন শহীদুল ইসলাম রিয়াদ, লায়ন নজরুল ইসলাম, লায়ন আব্দুল মান্নান হাওলাদার, লায়ন এডভোকেট জিহাদ হোসেন প্রমুখ। এ সময় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামকে এবং লায়নিজম সেবায় বিশেষ অবদান রাখায় লায়ন শহীদুল ইসলাম রিয়াদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।