মাহমুদ ফারুক:
লক্ষ্মীপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ (পিপিএম)। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, সড়ক ও নৌ পথে চাঁদাবাজি বন্ধসহ চুরি ডাকাতি রোধে পুলিশি পেট্্েরালিং জোরদারকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট নিরসনসহ ট্রাফিক পুলিশিং ব্যবস্থাসহ পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি মো.শাহাদাত হোসেন টিটো, আরআই (পুলিশ লাইন্স) মো.আব্দুস সামাদ, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সংবাদকর্মী।