নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বুধবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রেস ক্লাবের সদস্যদের ভোটে সভাপতি পদে দৈনিক নতুন চাঁদ সম্পাদক হোসাইন আহাম্মদ হেলাল ৪৬ ভোট পেয়ে সভাপতি পদে পূনঃ নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ সাইদুল ইসলাম পাভেল ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পূনঃ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ সভাপতি পদে মোঃ জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন), যুগ্ন সম্পাদক পদে মোঃ মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা) কোষাধ্যক্ষ পদে মোঃ ফিরোজ আলম (আজকের প্রত্যাশা), দপ্তর সম্পাদক পদে শাকের মোহাম্মদ রাসেল (মানব কন্ঠ), সাহিত্য সম্পাদক পদে আফরোজা আক্তার রাঙ্গা ( বাংলার মুকুল), ক্রীড়া সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), প্রচার সম্পাদক পদে নাজিম উদ্দিন রানা ( বিজনেস বাংলাদেশ ), নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম (আজকালের খবর) ও রাকিব হোসেন রণি (বণিক বার্তা) নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. আবুল বাশার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জজ কোর্টের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সদস্য রাসেল মাহমুদ মান্না ও এড. মাহমুদুল হক সুজন । নির্বাচনে ৯২জন সদস্যের মধ্যে ৯১জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।