মামুন চৌধুরী:
চাটখিল থানার পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার খিলপাড়া বাজার হতে গত রবিবার (২১ মে) রাত সাড়ে ৭টায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম ও সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস এবং চাটখিল সার্কেলের সার্বিক দিক নির্দেশনায় চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে এস আই মো. কামরুজ্জামান (খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র)সঙ্গীয় অফিসার ফোর্সসহ এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করার সময় খিলপাড়া মাছ বাজারের প্রবেশ মুখে জনৈক মরণ চন্দ্র বর্ধনের চা দোকানের সামনে থেকে মো. মোহন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃমোহন উপজেলার ৮নং নোয়াখলা ইউপির ৭নং ওয়ার্ড পাইকপাড়া গ্রামের আব্দুল মতিন লেদুর ছেলে। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে খিলপাড়া ও নোয়াখলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ নানানরকম মাদকের ব্যবসা করে আসছিল। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।