রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘bdpressnews.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘bdpressnews.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘bdpressnews.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

শাংহাইয়ে দ্বিতীয় সিএমজি ফোরামে বিশ্ব উন্নয়নে চীনের অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরা হয়

লিলি: / ১৬৯ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৭:৫০ অপরাহ্ন

লিলি:
২০ জুলাই চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি এবং শাংহাই মিউনিসিপ্যাল ​​পিপলস গভর্নমেন্টের যৌথ উদ্যোগে দ্বিতীয় গ্লোবাল মিডিয়া ইনোভেশন ফোরাম বা সিএমজি ফোরাম শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এ ফোরামের থিম হল ‘উন্মুক্তকরণ, অন্তর্ভুক্তি, পারস্পরিক সুবিধা: আধুনিকীকরণের পথে হাত মেলানো।’ আন্তর্জাতিক সংস্থা, দেশি-বিদেশি মূলধারার মিডিয়া, দেশি-বিদেশি থিংকট্যাংক এবং আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠনসহ বিভিন্ন সংস্থার মোট ২৩০ জনেরও বেশি প্রতিনিধি অনলাইন ও অফলাইনে ফোরামে অংশগ্রহণ করেছেন।
শাংহাই পৌর কমিটির সম্পাদক ছেন চি নিং তার ভাষণে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে সার্বিকভাবে চীনা জাতির মহান পুনরুত্থানের ছবি আঁকা হয়েছে। প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুযায়ী শাংহাই বিশ্বব্যাপী প্রভাবশালী সমাজতান্ত্রিক আধুনিক আন্তর্জাতিক বড় নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। শাংহাই উচ্চ গুণগত মানের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে যাবে, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, মেধাবীদের সমন্বিত উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে এবং শিল্পের রূপান্তর দ্রুততর করবে।
চীনের প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, প্রেসিডেন্ট সি’র উত্থাপিত বিশ্ব উন্নয়ন প্রস্তাব, বিশ্ব নিরাপত্তা প্রস্তাব এবং বিশ্ব সভ্যতা প্রস্তাবে তুলে ধরা মহান পরিকল্পনা অনুযায়ী, যৌথভাবে আধুনিক উন্নয়ন এগিয়ে নেওয়া এবং মানবসভ্যতার অগ্রগতি বেগবান করা হলো মিডিয়ার দায়িত্ব। মিডিয়ার সহযোগিতা গভীর করা, একে অপরের কাছ থেকে সভ্যতা শেখা এবং আধুনিক মানবসমাজ প্রতিষ্ঠায় আরো বুদ্ধি ও শক্তি প্রদান করা উচিৎ বলে উল্লেখ করেন তিনি।
রোসিয়াকায়া গাজেতার মহাপরিচালক পাভেল নেগোইতসা বলেন, বহু বছর ধরে তার পত্রিকা ও সিএমজি’র সহযোগিতা ফলপ্রসূ ও কার্যকর হয়েছে। দু’পক্ষ অব্যাহতভাবে নতুন প্রকল্প চালু করার প্রত্যাশা করে। যাতে সারা বিশ্বে চীনা বৈশিষ্ট্যময় আধুনিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পথে চীনের উন্নত অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরা যায়।
ফোরামে সিএমজি’র চারটি সৃজনশীল সাফল্য প্রকাশিত হয়েছে। ফোরাম চলাকালে ‘পরিবর্তনশীল পরিস্থিতিতে বৈশ্বিক সুযোগ’সহ তিনটি শাখা ফোরাম অনুষ্ঠিত হয়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST