মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল পৌর শহরের আল ফারুক ইসলামি একাডেমির মাদ্রাসার এক শিক্ষককে একাধিক মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃহস্পতিবার রাতে মাদ্রাসা থেকে গ্রেফতার করে চাটখিল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মিদ্দা বাড়ির ইব্রাহিম খলিলের ছেলে।
চাটখিল থানার এসআই মুজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম আল ফারুক ইসলামিয়া একাডেমির শিক্ষক। তার বিরুদ্ধে একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এই ব্যাপারে চাটখিল থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।