শুয়েই ফেই ফেই:
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পক্ষ থেকে সকল চীনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, চলতি বছর হল সার্বিকভাবে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নের সূচনা এবং চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বছর।
তিনি আশা প্রকাশ করেন, সকল শ্রমিক আদর্শ শ্রমজীবীর চেতনা ও শ্রমের চেতনায় অবিচল থেকে সত্যনিষ্ঠভাবে কাজ করবেন। সেই সঙ্গে তারা শ্রমের মাধ্যমে কার্যকরভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে বেগবান এবং শক্তিশালী দেশ নির্মাণ, জাতীয় পুনরুত্থানের নতুন যাত্রায় ইতিবাচক ভূমিকা পালন করবেন।
তিনি বলেন, সিপিসি’র বিভিন্ন স্তরের শাখা এবং সরকারের উচিত শ্রমিকদের শ্রমের আগ্রহ জাগিয়ে তুলা, কার্যকরভাবে শ্রমিকদের বৈধ স্বার্থ রক্ষা, মনোযোগ দিয়ে জনসাধারণের সমস্যা সমাধানে সাহায্য এবং সমাজে শ্রমিকদের জন্য সমতার পরিবেশ তৈরি করা।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।