নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত।
সোমবার সন্ধ্যায় রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহান।
ইমতিয়াজ আরাফাত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহানের ছেলে।
ইমতিয়াজ আরাফাত নিজেও একজন রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক। তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও এর আগে মো. ইমতিয়াজ আরাফাত ভাটরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি ইমতিয়াজ আরাফাত বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। সামাজিক কাজের পাশাপাশি মানবিক কাজেও তিনি এগিয়ে এসেছেন সবসময়।
করোনাকালে সুরক্ষা সামগ্রী বিতরণসহ অসহায় মানুষের পাশে ছিলেন। গরীব অসহায়দের সবসময় সহযোগিতা করে আসছেন। এলাকাবাসীর সুখ দুঃখে সবসময় এগিয়ে এসেছেন। সামাজের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান মতবিনিময় সভায়।
সভায় চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত আরো বলেন, রামগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের লক্ষ্যে আমার বাবা অনেক আগে থেকেই কাজ করে আসছেন। রামগঞ্জ উপজেলাবাসীর সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমিও আমার কাজ অব্যাহত রাখতে চাই।
সবার সহযোগিতা এবং সুযোগ পেলে আরও কিছু ভালো কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনে সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।