নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি সাইনাল জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও পুরো রমজান মাসজুড়ে চলছে ইফতার আয়োজন।
গতবারের তুলনায় এবার মসজিদে মুসুল্লী ও রোজাদার ইফতার গ্রহণকারীর সংখ্যাও বেড়েছে।
অনেকটা উৎসবমুখর পরিবেশে সকল শ্রেণি পেশার মানুষদের উপস্থিতি ইফতার আয়োজনকে করেছে প্রানবন্ত।
স্থানীয় এলাকাবাসী জানান, একসময় গ্রামের মসজিদে ইফতারির আয়োজন ছিলো ঐতিহ্যের স্মারক। ইফতারির পর পুরো রমজান মাসে গ্রামজুড়ে চলতো মেজবানির অনুষ্ঠান। বাড়ীর লোকজন যার যার সাধ্যমতো ইফতারি ও মেজবানিতে শরীক হতেন। আজ সে ঐতিহ্য বিলীন হওয়ার পথে। পরস্পর ভ্রাতৃত্ববোধ ও এবং নীতি নৈতিকতা হারিয়েছে সম্পদের লোভে।
অনেকেই আবার জীবিকার তাগিদে চলে গেছেন দেশ বিদেশের নানান প্রান্তে। সাইনাল জামে মসজিদে রোজাদারদের সম্মানে ইফতার আয়োজন আবারও আমাদের স্মরন করিয়ে দিয়েছে সে স্মৃতিগুলো।
রমজান মাসজুড়ে ইফতার আয়োজনে এলাকাবাসী অনেক খুশি বলে জানালেন বয়স্করা।