নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহি সাইনাল ভুঁইয়া বাড়ীর উদ্যেগে এলাকাবাসীর সম্মানে পুরো রোজার মাস (মাসব্যপি) গণ-ইফতার অব্যাহত রয়েছে।
সাইনাল ভুঁইয়া বাড়ীর লোকজনের ব্যক্তিগত অর্থায়নে ভুঁইয়া বাড়ি জামে মসজিদে এ ইফতার আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত।
এলাকাবাসী জানান, এ ধরনের আয়োজন গ্রামে চলমান থাকলে এলাকার মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। সকল শ্রেণি পেশার মানুষ এক কাতারে সকল ভেদাভেদ ভুলে রমজানের তাৎপর্য শিখতে অগ্রণী ভূমিকা রাখবে। ধনী-গরীবসহ সবার জন্য এক আয়োজন। মানুষের ব্যস্ততা আর দেশ বিদেশে অবস্থান করার কারনে গ্রামীণ ঐতিহ্য প্রায় হারিয়ে গেছে। সাইনাল ভুঁইয়া বাড়ী রয়েছে ব্যতিক্রম। করোনাকীলন সময়কাল যার প্রমান এলাকাবাসী পেয়েছেন। আমরা সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।