মোহাম্মদ সোহাগ: চাটখিল উপজেলার সাহাপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সাহাপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সাহাপুর উচ্চ বিদ্যালয়ে ৪ মার্চ শনিবার সকাল ৯ টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে।
সাধারণ সম্পাদক ও সদস্যসহ মোট দুটি পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে তিন জন এবং সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে খোরশেদ আলম কন্ট্রাক্টর (ছাতা) প্রতীক নিয়ে এবং সাধারণ সদস্য পদে মামুনুর রশীদ (আম) ও মহিন উদ্দিন (মাছ) প্রতীকে নির্বাচিত হন।
মোট ভোটার ৪৫০ জনের ভোটারের মধ্য ৪৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদে বিজয়ী খোরশেদ আলম কন্ট্রাক্টর সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে ভোটারদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো জানান, গতবারও আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ধারাবাহিকভাবে বাজার পরিচালনা করে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।