৯ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, উত্তর আমেরিকান পেশাদার হকি প্রতিযোগিতার সময়, সিএমজি’র বসন্ত উৎসব গালার ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।
১০ সহস্রাধিক দর্শক এটি দেখেন এবং চীনের বসন্ত উৎসবের খানিকটা আমেজ উপভোগ করেন।
ভিডিওতে সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং সবাইকে চীনের ড্রাগন-বর্ষের শুভেচ্ছা জানান। যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং ভিডিওতে ড্রাগন-বর্ষে সকলের সৌভাগ্য, সুখ ও সুস্বাস্থ্য কামনা করেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আইস হকি খেলার বিরতির সময় বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিওটি ছিল উপস্থিত দর্শকদের জন্য একটি আকর্ষণ। হোম টিমের মাসকট ‘স্পার্কি দা ড্রাগন’ ও হোস্ট স্ট্যান্ডে সিএমজি’র ড্রাগন-বর্ষ বসন্ত উৎসব গালার মাসকট ‘লংচেনচেন’ দর্শকদের শুভেচ্ছা জানায়। এ সময় স্টেডিয়ামে উল্লাস সৃষ্টি হয়।
প্রচারমূলক ভিডিওটি উত্তর আমেরিকার সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হচ্ছে। ছাই-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।