প্রেমা, বেইজিং:
২২ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়া সফরকালে চীনের কমিউনিস্ট পার্টির উপ-প্রচারমন্ত্রী ও সিএমজির প্রধান শেন হাইশিয়োং ও রাশিয়ান সংবাদপত্রের প্রধান পাভেল নেগোইৎসা মস্কোয় ‘সিএমজি ও রাশিয়ান সংবাদপত্রের সহযোগিতামূলক সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেন।
স্মারক অনুসারে, সিএমজি ও রাশিয়ান সংবাদপত্র সুষ্ঠু সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে। এ লক্ষ্যে দু’পক্ষ সহযোগিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করে তথ্য বিনিময়, যৌথ জার্নাল, ব্যক্তি-প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা গড়ে তুলবে।
দু’দেশের সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা এবং মানুষে-মানুষে বন্ধন বাড়ানো এবং নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য শক্তিশালী অবদান রাখার সিদ্ধান্ত নিয়েছে দু’পক্ষ।