নিজস্ব প্রতিবেদক :
স্পাইনাল কর্ড ইনজুরি ব্যক্তিদের বাংলাদেশের সর্ববৃহৎ এবং একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সিডাব এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে গাজীপুরের পিকনিক ও শুটিং স্পট আশিক নগর পার্কে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে স্পাইনাল কর্ড ইনজুরিস’ ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (সিডাব)
দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম, ভিবিন্ন প্রতিযোগিতা, মেয়েদের বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, র্যাফেল ড্র সহ নানারকম আনন্দ-উল্লাসে মেতে উঠেন সিডাব সদস্যরা।
এসময় স্বাগত বক্তব্যে সিডাবের নির্বাহী পরিচালক জনাব আনোয়ার হোসেন বলেন, যারা ভিবিন্ন দূর্ঘটনায় প্রতিবন্ধীত্ব বরণ করে হুইলচেয়ারে জীবনযাপন করে আমরা তাদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করি।
এদের জীবনটা সীমাবদ্ধ। অনেক সময় এক জায়গায় থাকতে থাকতে তাদের জীবন একঘেয়ে হয়ে আসে। তাই আমরা প্রতি বছরই চেষ্টা করি তাদের জীবনে কিছুটা বৈচিত্র দিতে।
উক্ত অনুষ্ঠানে সিডাবের জয়েন্ট সেক্রেটারি রায়হান মিঠু বলেন, সিডাব সদস্যদের বিভিন্ন সামাজিক বিনোদন অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধূলায় মেরুরজ্জুতে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের সম-অংশগ্রহণ নিশ্চিত করা। খেলাধুলার আয়োজন করা এবং বাৎসরিক প্রতিযোগিতার আয়োজন করা। এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই আমরা ধারাবাহিকভাবে এই সমস্ত কর্মকান্ড আয়োজন করে থাকি।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার সামগ্রী তুলে দেন সিডাবের সভাপতি জোবায়ের ইসলাম জিতু।
এই বনভোজন সফল ও সার্থক করে তুলতে নিবেদিত প্রাণ হিসেবে ছিলেন সিডাবের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন (সজল) সহ সভাপতি সালেহ আহমেদ ও কার্যকরী সদস্য হিরু মিয়া মাঝি।
এসময় আরো উপস্থিত ছিলেন আমরা করবো জয় একদিনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন।
এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো bdpressnews.com
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি প্রেস নিউজ.কম এর সাভার প্রতিনিধি রায়হান মিঠু