চায়না মিডিয়া গ্রুপের তৈরি ‘সি চিন পিংয়ের প্রিয় উদ্ধৃতি’ শীর্ষক প্রামাণ্যচিত্রের ভিয়েতনামি সংস্করণ ১১ ডিসেম্বর থেকে হ্যানয়ে সম্প্রচার শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেং হাই সিয়োং।
অনুষ্ঠানে শেং হাই সিয়োং বলেন, চলতি বছর হলো চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী। দু’দেশের শীর্ষ নেতাবৃন্দ জোর দিয়ে বলেছেন, দু’দেশের উচিত রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা বিনিময় বাড়িয়ে,দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।
তিনি আরও বলেন, চায়না মিডিয়া গ্রুপ ‘সি চিন পিংয়ের প্রিয় উদ্ধৃতি’ প্রামাণ্যচিত্রের মাধ্যমে চীনা প্রেসিডেন্টের চিন্তাধারাকে ভিয়েতনামিদেরসামনে তুলে ধরেছে। এ অপূর্ব চিত্রের মাধ্যমে সি চিন পিংয়ের রাষ্ট্র শাসনের মেধা ও অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা হয়েছে।
ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভয়েস অব ভিয়েতনামের মহাপরিচালক তিয়েনসাইডো বলেন, ভিয়েতনাম ও চীন একে অপরের প্রতিবেশী ও বন্ধু। দু’দেশের মধ্যে অনেক মিল রয়েছে। দু’দেশ স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ১৫ বছরে বিভিন্ন খাতে দু’দেশের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।