মামুন চৌধুরী: নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা বড়িসহ ফয়সাল হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ফয়সাল সোনাইমুড়ী পৌর এলাকার ভানুয়াই লাতু মেম্বার বাড়ির জামালের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জিয়াউল হক সঙ্গী ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাইমুড়ী পৌর এলাকার ভানুয়াই কমিশনার বাড়ির সামনে থেকে ৪শ পিস ইয়াবা বড়ি, নগদ টাকা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদিসহ তাকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ফয়সাল একজন চিহ্নিত মাদক কারবারি ও মাদক চোরাকারবারি দলের সদস্য। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।