ইয়াং ওয়েই মিং:
২০২৩ সালের সিল্ক রোড টেলিভিশন কমিউনিটি শীর্ষ ফোরাম ১৪ ফেব্রুয়ারি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান লি শু লেই সম্মেলনে এক ভিডিও-বক্তৃতায় বলেন, চলতি বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগের দশম বার্ষিকী। গত ১০ বছরে, “বেল্ট অ্যান্ড রোড” আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে।
লি শু লেই জোর দিয়ে বলেন, “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগ বাস্তবায়নের জন্য, বিভিন্ন দেশের গণমাধ্যমকে ঐকমত্য গড়ে তুলতে হবে, পারস্পরিক আস্থা বাড়াতে হবে, অভিন্ন উন্নয়নের সিল্ক রোডের গল্প বলতে হবে, সক্রিয়ভাবে প্রাণবন্ত প্রতিবেদন ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে একসাথে সুযোগ উপভোগ করা, চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির ধারণা প্রচার করতে হবে।
চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত এবারের ফোরামে “হাতে হাত মিলিয়ে অভিন্ন উন্নয়ন এবং জয়-জয় সহযোগিতা গড়ে তোলার” প্রতিপাদ্যে ৩৩টি দেশ ও অঞ্চলের ৫৪টি মূলধারার সংবাদমাধ্যমের ১২০ জন প্রতিনিধি অনলাইন এবং অফলাইনে অংশগ্রহণ করেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ