এমরান হোসেন সোহাগ: নিখোঁজ হওয়ার ৫দিনেও সন্ধান মিলেনি সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী তাছফিয়া তাসরিন প্রিয়মের। গত বৃহস্পতিবার (১ জুন) সাহাপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে নিখোঁজ হন প্রিয়ম।
নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে দফায় দফায় একটি মোবাইল নম্বর ০১৭৬৪২০৫৩৬১ থেকে তাছফিয়া তাসরিন প্রিয়মের মায়ের মোবাইল নম্বরে খুদে বার্তায় (ম্যাসেজ) ৫০হাজার টাকা দাবী করে অজ্ঞাত ব্যক্তি। এসময় টাকা না দিলে মেয়ে হারানােসহ সামাজিকভাবে বদনাম হওয়ার হুমকিও দেয়া হয় ০১৭৬৪২০৫৩৬১ মোবাইল নম্বর থেকে। কিন্তু হুমকির বিষয়টি তেমন একটা গুরুত্ব দেয়নি প্রিয়মের পরিবার।
বৃহস্পতিবার প্রিয়ম তার এসএসসি পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা দিতে সাহাপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যায়। মা স্কুল শিক্ষিকা নাজমুন নাহার বিউটি মেয়ের জন্য অপেক্ষা করছিলেন পরীক্ষা কেন্দ্রের নিচতলায়।
পরীক্ষা শেষে একে একে সবাই পরীক্ষা কেন্দ্র থেকে বের আসলেও মেয়ে প্রিয়ম বের হয়নি।
নিখোঁজ হওয়ার ৫দিন পার হতে চললেও তার খোঁজ মিলছে না। একমাত্র মেয়েকে না পেয়ে চরম উৎকন্ঠায় কাটছে বাবা স্বাস্থ্যকর্মী শাহাবুদ্দিন ভূঁইয়া এবং মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার বিউটির পরিবারের।
এ ঘটনায় শিক্ষার্থী প্রিয়মের বাবা মোঃ সাহাবুদ্দিন ঐ দিন চাটখিল থানায় অজ্ঞাতদের আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টি জানতে উপজেলার রামনারায়নপুর পাঁচঘরিয়া আবদুল মান্নান ভুইয়া বাড়িতে সরজমিনে গেলে তার মা জানান, তারা আস্থা রাখতে পারছে না চাটখিল থানা পুলিশের উপর। তার মেয়ে হারানোর এতগুলো দিন পার হলেও পুলিশের ভূমিকায় তারা হতাশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন জানান, ঐ নিখোঁজ শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।