ছাই ইউয়ে মুক্তা:
সম্প্রতি গণপ্রজাতন্তী চীন তথা নয়াচীন প্রতিষ্ঠার ৭৪তম বার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট সি চিন পিং।
অনুষ্ঠানে তিনি বলেন, বিগত ৭৪ বছরে চীন একটি চরম দরিদ্র দেশ থেকে সার্বিকভাবে স্বচ্ছল সমাজে পরিণত হয়েছে। বর্তমানে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়ার পাশাপাশি, জাতীয় পুনরুজ্জীবনের চীনা স্বপ্ন বাস্তবায়নের কাজ চলছে। এটি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে চীনা জনগণের সাফল্য।
তিনি বলেন, চলতি বছর হচ্ছে সিপিসি’র দ্বাদশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নের প্রথম বছর। বর্তমানে মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ উন্নত করতে হবে, শৃঙ্খলভাবে সিপিসি ও দেশের সংস্থাগুলোর সংস্কারকাজ ত্বরান্বিত করতে হবে, বৈদেশিক উন্মুক্তকরণের কাজ এগিয়ে নিতে হবে, এবং উদ্ভাবন ও সবুজায়নের কাজ আরও উন্নত করতে হবে।
সি চিন পিং বলেন, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষা করতে হবে। বর্তমানে চীনা অর্থনীতিতে সাধারণভাবে পুনরুদ্ধার ও উন্নয়নের প্রবণতা দেখা যাচ্ছে; জনগণের জীবনমান অব্যাহতভাবে উন্নত হচ্ছে; সমাজে স্থিতিশীলতা বিরাজ করছে; চীনা ক্রীড়াবিদরা ছেংতু বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস ও হাংচৌ এশিয়ান গেমসে ভালো করেছে ও করছে।
তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চীন আগের তুলনায় বেশি ঝুঁকি ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ অব্যাহত রাখতে হবে ও সংস্কারকাজ ত্বরান্বিত করতে হবে; যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে হবে।
চীনের প্রেসিডেন্ট বলেন, দৃঢ়ভাবে ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ নীতি মেনে চলতে হবে; হংকং ও ম্যাকাওয়ের অর্থনীতি ও জীবনমান উন্নয়নে সমর্থন অব্যাহত রাখতে হবে; ‘এক-চীননীতি’-তে অবিচল থাকতে হবে; তাইওয়ান প্রণালীর দু’তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। মাতৃভূমির একীকরণ চীনা জনগণের আকাঙ্ক্ষা ও একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা। এই একীকরণের কাজ কোনো শক্তি দাবিয়ে রাখতে পারবে না।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ উন্নয়ন ও পারস্পরিক কল্যাণের উন্মুক্তকরণের কৌশলে অবিচল থাকতে হবে; আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এবং প্রকৃত বহুপাক্ষিকতার চর্চা করতে হবে; বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা ও সভ্যতা প্রস্তাব বাস্তবায়নের কাজে গতি সৃষ্টি করতে হবে। তাঁর দেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে যৌথভাবে, বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে ইচ্ছুক বলেও জানান চীনের প্রেসিডেন্ট।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।